চলে গেলেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ
পদ্মাটাইমস ডেস্ক : বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১ এপ্রিল) দুপুরের দিকে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে কখন ও কোথায় দাফন করা হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
গত ২ ডিসেম্বর হাসান আরিফের করোনা শনাক্ত হয়। পরদিনই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মাঝে কিছুটা সুস্থ হলে লাইফ সাপোর্ট খোলা হয়। পরবর্তীতে ফের অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ দীর্ঘদিন ধরেই দেশের সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনে থেকে ভূমিকা পালন করেছেন।