শত বছরের রেকর্ড ভাঙল গরম

প্রকাশিত: এপ্রিল ২, ২০২২; সময়: ১০:১১ অপরাহ্ণ |
শত বছরের রেকর্ড ভাঙল গরম

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে গত মার্চে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে গড়ে ১ দশমিক ৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা দেশটির ১২১ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) এক বিশ্লেষণে এ তথ্য সামনে এসেছে। সংস্থাটির তথ্য অনুসারে, উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলের তাপমাত্রায় বড় ধরনের বিচ্যুতিই ভারতে এই রেকর্ড ভাঙা গরমের মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সংকটও গরমের এই অস্বাভাবিক প্রবণতার বড় কারণ। খবর হিন্দুস্তান টাইমসের।

আইএমডির (পুনে) জলবায়ু পর্যবেক্ষণ এবং পূর্বাভাস গ্রুপের প্রধান ওপি শ্রীজিতের মতে, ‘বৃষ্টিপাতের অভাব এই গরমের অন্যতম একটি কারণ। মার্চ মাসে দুটি তাপপ্রবাহও দেখা গেছে। যার ফলে পশ্চিম দিক থেকে উত্তর এবং মধ্য ভারতে তাপ প্রবাহিত হয়েছিল। সামগ্রিক বৈশ্বিক উষ্ণতাও এর একটি প্রধান কারণ।’

আইএমডি বলছে, ১৯০১ সালের পর ভারতের ইতিহাসে পঞ্চম উষ্ণতম বছর ছিল ২০২১। জলবায়ু বিশেষজ্ঞ এবং ভারতের স্কাইমেট ওয়েদার সার্ভিসেস’র ভাইস-প্রেসিডেন্ট (আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন) মহেশ পালাওয়াত বলেন, ‘চলতি বছরের মার্চ মাসে এ ধরনের উচ্চ তাপমাত্রার পেছনের প্রাথমিক কারণগুলোর মধ্যে অন্যতম ছিল কম বৃষ্টিপাত এবং ধারাবাহিক তাপপ্রবাহ। এপ্রিলের প্রথমার্ধেও আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে।’

আগের বছরগুলোর একই সময়ের তুলনায় ভারতে গত মার্চে প্রায় ৭১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। দেশটিতে ১১৪ বছরে এর চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে মাত্র দু’বার।

আইএমডি (পুনে) প্রধান কে এস হোসালিকার হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমরা শিগগিরই মার্চ মাসে উচ্চ তাপমাত্রার দিকে নিয়ে যাওয়া সিনপটিক বৈশিষ্ট্যগুলোর ওপর একটি বিবৃতি জারি করব।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে