১০০ বছর বয়সে কম্পিউটার ক্লাস শুরু করলেন এই নারী

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২; সময়: ১২:৪৮ অপরাহ্ণ |
১০০ বছর বয়সে কম্পিউটার ক্লাস শুরু করলেন এই নারী

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাজ্যে ১০০ বছর বয়সী এক নারী সম্প্রতি আইটি ক্লাসে যাওয়া শুরু করেছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থায় প্রযুক্তির যেসব বিষয় তিনি মিস করেছেন সেসব পুষিয়ে নিতেই তিনি এ ক্লাস শুরু করেছেন।

মার্গারেট গ্রিফিথস নামের এই নারী বলছেন, মন চাঙা রাখতে তিনি সাপ্তাহিক এই ক্লাস শুরু করেছেন। আরো যারা এই ক্লাস করছেন, তারা সবাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এই ক্লাস করছেন।

১৯২১ সালে জন্ম নেওয়া গ্রিফিথস ৪০ বছর শিক্ষকতা করেছেন। আর এখন তিনি প্রতিদিন নতুন কিছু শেখার প্রত্যয় ব্যক্ত করছেন।

তিনি বলেন, আমি আমার জীবনটাই কাটিয়ে দিয়েছে শিক্ষা নিয়ে, এখনও পর্যন্ত আমি শিখছি। আমি কখনো থামিনি। তবে কর্মক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হওয়ার আগেই তিনি অবসরে যান। যার জন্য তিনি এর ব্যবহার করতে পারেননি।

গ্রিফিথস ছোট থেকে শিক্ষক হওয়রা স্বপ্ন দেখতেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থমকে যায় সবকিছু। তিনি বলেন, সব কিছু এলোমেলো হয়ে গেল, যুদ্ধ শুরু হলো, আমার যে কলেজে যাওয়ার কথা ছিল, সেখানেও বোমা মারা হলো।

শিক্ষকতা জীবন থেকে পাঁচ বছরের বিরতি নিয়ে তিনি একবার বিশ্বভ্রমণেও বের হন।

তিনি বলেন, ভবিষ্যতে কী আছে আমি জানি না। তবে আমি যা কিছু পারি করার চেষ্টা করে যাব। আমি এখনো শিখছি, এই বয়সেও , শিখতে আমার কোনো সমস্যা নেই।

তিনি আরো বলেন, আমার বয়স ১০০, আমার সাথে যারা ক্লাস করেন, তারা সবাই আমার ছোট। তবে আমি ক্লাসটা খুবই উপভোগ করি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে