কুমিল্লা মেডিকেলে চান্স পেয়েছে বাগমারার আয়েশা

প্রকাশিত: ০৬-০৪-২০২২, সময়: ১৬:৪৭ |

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল। উক্ত ফলাফলে কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন আয়েশা আক্তার।

আয়েশা আক্তারের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায়। তার পিতার নাম আক্তারুল আলম। পিতা ব্যবসায়ী আর মা জান্নাতুন ফেরদৌস। মা একজন শিক্ষিকা। আয়েশা আক্তার পিতা-মাতার বড় সন্তান। ছোটবেলা থেকেই পড়ালেখায় অনেক ভালো ছিল আয়েশা আক্তার।

তিনি ভবানীগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ২০১৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। এরপর রাজশাহী সরকারি কলেজ থেকেও ২০২১ সালে বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়। পরবর্তীতে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং সফলতার সহিত উত্তীর্ণ হয় আয়েশা আক্তার।

মেধাবী আয়েশা আক্তার বলেন, আমি ছোট থেকেই মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে লেখাপড়া করে চলেছি। মহান আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করেছে। আমি যেন সফলতার সাথে মেডিকেলে লেখাপড়া শেষ করে চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

উপরে