রাবি ছাত্রলীগ নেতা-কর্মীর মধ্যে হাতাহাতি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২; সময়: ১:২১ পূর্বাহ্ণ |
রাবি ছাত্রলীগ নেতা-কর্মীর মধ্যে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক : টেবিল উঠানোকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু হলের ২২৪ নম্বর কক্ষ থেকে ৩২৭ নম্বর কক্ষে একটি টেবিল উঠানোকে কেন্দ্র করে হলের সাংগঠনিক সম্পাদক মিজান ও শহীদ হবিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিজানকে থাপ্পড় দেন মাজেদ।

পরবর্তীতে মিজানের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, শাহ মখদুম হলের সহ-সভাপতি শামীম শিকদার, মতিহার হলের সাংগঠনিক সম্পাদক সাকিব মিজানের পক্ষ নিয়ে মাজেদের বিরুদ্ধে অবস্থান নেন।
অন্যদিকে, বর্তমান হল কমিটির বঙ্গবন্ধু হলের সভাপতি রুহুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম, জোহা হলের সাংগঠনিক সম্পাদক শিমুল মাজেদের পক্ষ নেয়। পরে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।

শহীদ হবিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক চাইলে মিম মাজেদ বলেন, আমরা এক সঙ্গে রাজনীতি করি, ছোট ভাই হিসেবে এমনিতেই মিজানকে কথা বলার জন্য ডেকেছিলাম। এর বেশি কিছু হয়নি।

বঙ্গবন্ধু হলের সাংগঠনিক সম্পাদক মিজান বলেন, তেমন কিছুই হয়নি। কোনো ধরনের মারামারিও হয়নি। সিনিয়র-জুনিয়রদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে