ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে কোনোমতে হার এড়াল বার্সা

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২; সময়: ১:১৩ অপরাহ্ণ |
খবর > খেলা
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে কোনোমতে হার এড়াল বার্সা

পদ্মাটাইমস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে একেবারেই নতুন প্রতিপক্ষ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠ থেকে কোনোমতে ড্র করে হার এড়িয়েছে বার্সা।

জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইউরোপা লিগে বার্সেলোনা বনাম ফ্রাঙ্কফুর্টের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফ্রাঙ্কফুর্টের ফিনিশিং আরেকটু ভালো হলে হয়তো প্রথম দেখাতেই হারের তিক্ত স্বাদ পেতে হতো কাতালান ক্লাবটিকে।

শেষ ষোলোয় তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইকে হারিয়ে আসা বার্সেলোনা তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত। প্রায় ৩০ গজ দূর থেকে ফেরান তোরেসের শট ঝাঁপিয়ে ঠেকান জার্মান গোলরক্ষক কেভিন ট্রাপ।

ষষ্ঠ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়ে যায় শেষ ষোলোয় রিয়াল বেটিসকে হারানো ফ্রাঙ্কফুর্ট। ডান দিক থেকে ইয়াসপের লিন্ডস্ট্রোম পাস দেন ডি-বক্সে। ফাঁকায় বল পেয়ে বাইরে মারেন সুইস মিডফিল্ডার জিবরিল সো।

অষ্টাদশ মিনিটে প্রতিপক্ষের আলগা বল ডি-বক্সে পান পিয়েরে-এমেরিক অবামেয়াং। দুরূহ কোণ থেকে গ্যাবনের এই ফরোয়ার্ডের শট পাশের জালে লাগে। ২৩তম মিনিটে ধাক্কা খায় বার্সা। চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। তার বদলি নামেন আরেক ডিফেন্ডার ক্লেমেন্তে লেংলেট।

প্রথমার্ধে গোলের জন্য ফ্রাঙ্কফুর্টের আট শটের তিনটি লক্ষ্যে ছিল। বিপরীতে বার্সেলোনার দুই শটের একটি ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে চমৎকার এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি বার্সার রক্ষণভাগের ফুটবলাররা। ডি-বক্সের সামনে থেকে জোরালো হাফ ভলিতে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন জার্মান উইঙ্গার আন্সগার।

ম্যাচের ৬৬তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। বদলি হিসেবে নামা উসমান ডেম্বেলে পাস দেন তোরেসকে। ডি-বক্সে ফ্রেংকি ডি ইয়ংয়ের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে জালে পাঠান ২২ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।

৭৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আইনট্রাখটের ব্রাজিলিয়ান ডিফেন্ডার তুতা। প্রতিপক্ষে একজন কম থাকার সুবিধাটা যদিও কাজে লাগাতে পারেনি সফরকারীরা।

সাম্প্রতিক সময়ে অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়া বার্সেলোনাকে এই ম্যাচে ঠিক চেনা রুপে দেখা যায়নি। পরিসংখ্যানেও তা স্পট হয়ে উঠেছে। গোলের জন্য যেখানে আইনট্রাখটের ১৬ শটের পাঁচটি লক্ষ্যে ছিল, সেখানে জাভির দলের সাত শটের তিনটি লক্ষ্যে।

জিততে না পারলেও সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত রইল বার্সেলোনা। আগামী বৃহস্পতিবার বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে হবে ফিরতি লেগ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে