পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান শেহবাজ-কুরেশি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২; সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ |
পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান শেহবাজ-কুরেশি

পদ্মাটাইমস ডেস্ক : নানা নাটকীয়তার পর পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন ইমরান খান। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার বাসনায় নিজেদের মনোনয়ন দাখিল করেছেন ঐক্যবদ্ধ বিরোধীদলীয় প্রার্থী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শেহবাজ শরিফ ও সদ্য-ক্ষমতাচ্যুত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমাদানের নির্ধারিত সময় ছিল রোববার (১০ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের আগে দুজনই মাত্র মনোনয়ন দাখিল করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায় পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামীকাল সোমবার (১১ এপ্রিল) বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। ওই দিন স্থানীয় সময় দুপুর ২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসবে।

১০ এপ্রিল পাকিস্তান স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিট ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের কার্যক্রম শুরু হয়। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন এমপি। অনাস্থা পাস হতে প্রয়োজন ছিল ১৭২টি ভোট। কিন্তু তার চেয়ে দুটি ভোট বেশি হওয়ায় অনাস্থা প্রস্তাব পাস হয়েছে বলে ঘোষণা দেন স্পিকারের আসনে নতুন আসা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা আয়াজ সাদিক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে