জ্বালানি তেলের মূল্য ইস্যুতে ইমরানকে অনুসরণ করলেন শেহবাজ

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২; সময়: ৩:৫৮ অপরাহ্ণ |
জ্বালানি তেলের মূল্য ইস্যুতে ইমরানকে অনুসরণ করলেন শেহবাজ

পদ্মাটাইমস ডেস্ক : পাকিস্তানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বিষয়ক একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, এখন তেলের দাম বাড়ানো হলে জনগণের ভোগান্তি বাড়বে।

শুক্রবার রাজধানী ইসলামাবাদে ক্ষমতাসীন জোট নেতাদের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন শেহবাজ শরিফ। সেখানে উপস্থিত সাংবাদিক ও জোট নেতাদের তিনি জানান, প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার পর পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওজিআরএ) দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে তার কাছে এসেছিল, তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি।

এ সম্পর্কে তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এমনিতেই সাধারণ জনগণ ব্যাপক চাপের মধ্যে আছে। আমরা এই চাপ আরও বাড়িয়ে তোলার পক্ষপাতি নই। দেশে বর্তমানে যেসব সমস্যা রয়েছে, সবার সম্মিলিত চেষ্টায় তার সমাধান করতে হবে।’

গত বছরের শেষ দিক থেকে পাকিস্তানে বাড়তে শুরু করে জ্বালানি তেলের দাম। পরে ২৮ ফেব্রুয়ারি প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে ১০ রুপি ছাড় দেওয়ার ঘোষণা দেন ইমরান খান ।

পাশাপাশি, জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেন এবং আগামী ২০২২ ও ২৩ সাল পর্যন্ত এই মূল্য যেন বজায় থেকে, তা নিশ্চিতে প্রয়োজনীয় আইনী পদক্ষেপও নেন।

ওজিআরএর কর্মকর্তারা পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিকে জানিয়েছেন, নতুন প্রস্তাবে পেট্রোল ও ডিজেলের দাম ১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কর্তৃপক্ষ।

তবে সেই প্রস্তাব নাকচ করে এই ইস্যুতে দৃশ্যত সাবেক প্রধানমন্ত্রীকে অনুসরণের সিদ্ধান্ত নিলেন শেহবাজ শরিফ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে