পা দিয়ে মাড়িয়ে সেমাই তৈরি, ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২; সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ |
পা দিয়ে মাড়িয়ে সেমাই তৈরি, ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় পা দিয়ে মাড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, খোলা পরিবেশে সেগুলো ভাজা এবং ময়লাযুক্ত ময়দা ব্যবহার করায় দুটি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ২টায় সদর উপজেলার আনন্দনগর ও আরজি এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন।

এ সময়ে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এবং নওগাঁ পুলিশ লাইনের একটি টিম।

শামীম হোসেন জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে পা দিয়ে মাড়িয়ে, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে এমন অভিযোগের ভিত্তিতে নওগাঁ নিরাপদ খাদ্য কর্মকর্তার সহযোগিতায় সদর উপজেলার আনন্দনগর ও আরজি এলাকায় অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কারখানাগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুই সেমাই কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে