রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে সুর নরম যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২; সময়: ১০:৩৭ পূর্বাহ্ণ |
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে সুর নরম যুক্তরাষ্ট্রের

পদ্মাটাইমস ডেস্ক : ইউক্রেনে হামলা চালানোর প্রতিবাদে রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধ শেষ না হলেও এরই মধ্যে এই নিষেধাজ্ঞা নিয়ে সুর নরম করেছে দেশটি। এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনে আগ্রাসন থামালে রাশিয়ার উপর যে আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তা প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদেমো এ বিষয়ে বলেছেন, ‘আমরা এটা সবসময় নিশ্চিত করতে চাই যে আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর পর পরিস্থিতিতে বদল ঘটলে তা যেন প্রত্যাহার করা যায়। যাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা যেন বুঝতে পারে যে ব্যবহারে বদল ঘটানোই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য।’

বিশ্লেষকদের মতে, এদিন ওয়ালি আদেমো স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনে আগ্রাসন থামালে আবারও রাশিয়াত সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এই সুর নরম করার কারণ হচ্ছে, জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোর তেল ও গ্যাসের জন্য রাশিয়ার উপর নির্ভরশীলতা এবং পর্দার আড়ালে জ্বালানি ইস্যুতে ওয়াশিংটন বনাম ব্রাসেলস তরজা চলছে।

বুধবার ওয়াশিংটনে জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরা বৈঠকে বসতে চলেছেন। পাশাপাশি, একই সময়ে আলোচনায় বসছেন জি-৭ দেশগুলোর প্রতিনিধিরাও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেল ও গ্যাসের যে ব্যাপক হারে দাম বাড়ছে সেই কথা উঠে আসবে আলোচনায়। বিশ্ব বাজারে রুশ তেলের বিকল্প যে এখনও খুঁজে পাওয়া যায়নি মার্কিন ডেপুটি ট্রেজারি সেক্রেটারির বয়ানে তা স্পষ্ট।

এবার জি-৭ শীর্ষ বৈঠকের আয়োজক দেশ জার্মানি। আগামী জুনে জার্মানির বাভারিয়া প্রদেশের রাজধানী মিউনিখের জি-৭ বৈঠক হওয়ার কথা। জার্মানি চাইছে সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়াকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানাতে। সূত্র-ফিনান্সিয়াল টাইমস

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে