শপিং ব্যাগে অ্যাম্পুল নিয়ে ট্রেনযাত্রা, মাঝপথে পুলিশের হাতে ধরা

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২; সময়: ৪:৪৫ অপরাহ্ণ |
শপিং ব্যাগে অ্যাম্পুল নিয়ে ট্রেনযাত্রা, মাঝপথে পুলিশের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের যাত্রী সেজে ৯৫ পিচ এ্যাম্পুল বহনকালে শফিকুল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শফিকুল নওগাঁ সদর উপজেলার রজাকপুর গ্রামের মৃত মোজাফ্ফরের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বলেন, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের ‘ক’ বগিতে যাত্রীবেশে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মাদক বহন করছিল।

ট্রেনটি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ানোর পর ওই ব্যক্তির ওপর সন্দেহের সৃষ্টি হয়। এরপর তার ডান হাতে থাকা একটি টিয়া রঙয়ের শপিং ব্যাগ তল্লাশী করে সেখানে কৌশলে সাদা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৯৫ পিচ নেশার অ্যাম্পুল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শফিকুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে