ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২; সময়: ৫:৪২ অপরাহ্ণ |
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পদ্মাটাইমস ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রানীশংকৈল উপজেলার বলঞ্চা গ্রামের নজরুল ইসলাম (৬২) ও তার ছেলে ইউনুছ আলী (৩৭), একই গ্রামের সেকেন্দার আলী (৪২), চন্দনচহট গ্রামের আবুল জলিল (৩৯), বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বাঙ্গাটলি গ্রামের কফিল উদ্দিন (৫২)। এদের মধ্যে নজরুল ইসলাম ও সেকেন্দার আলী পলাতক। সম্পৃক্ততা না পাওয়ায় মামলার অন্য তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৪ মার্চ বালিয়াডাঙ্গী উপজেলার হারামডাঙ্গীর ভুট্টাক্ষেত থেকে মস্তকবিহীন অজ্ঞাত (২৮) ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

পরে ওই ব্যক্তির স্বজনেরা লাশটি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গোকরাপাড়া গ্রামের মোজাম্মেল হকের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ওই বছরের ১৬ মার্চ ইউনুস আলী, আবদুল জলিল ও কফিল উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তারা ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এই মামলায় মোট ১৮ জন সাক্ষী সাক্ষ্য দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে