খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে কিরাত ও গজল প্রতিযোগীতা

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২; সময়: ৯:১৪ অপরাহ্ণ |
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে কিরাত ও গজল প্রতিযোগীতা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : মানব হিতৈষী কর্মবীর প্রয়াত ডাঃ এম এম আমজাদ হোসেনের প্রতিষ্ঠিত উচ্চ শিক্ষার অলাভজনক বিদ্যাপিঠ সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কিরাত, কোরআন তেলওয়াত ও গজল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ।

এসময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সেক্রেটারী প্রফেসর ডাঃ রুবাইয়াত ফারজানা হোসেন। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের ক্রেষ্ট প্রদান ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে