কালবৈশাখীর তান্ডবে ধান ও আমের ফলন বিপর্যয়ের শংকা

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২; সময়: ১২:০৪ অপরাহ্ণ |
কালবৈশাখীর তান্ডবে ধান ও আমের ফলন বিপর্যয়ের শংকা

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর কারনে বোরোধান ও আমের ফলন বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া ওই ঝড়ে জমিতে বরোধান শুয়ে পড়েছে এবং বিভিন্ন বাগানের আম ব্যাপকভাবে ঝরে গেছে।

ফলে চলতি মৌসুমে বোরোধান ও আমের ফলন বিপর্যয় দেখা দিতে পারে বলে কৃষকগণ মনে করছেন। জালুয়া গ্রামের কৃষক আতাউর রহমান জানান, তেঁতুলিয়া ইউনিয়নের ওই গ্রামের কৃষকরা প্রায় ৩০০বিঘা জমিতে বোরোধান রোপন করেছেন। ইতোমধ্যে কিছু ধান আধাপাকা ও কিছু ধান কাঁচা অবস্থায় রয়েছে।

মঙ্গলবার রাতে ঝড়ের কারনে জমির সমস্ত ধান মাটিতে শুয়ে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হবে এবং ফলন অর্ধেকে নেমে যাবে বলে তারা ধারনা করছেন।

নিতপুর ইউনিয়নের সুহাতি গ্রামের মজিবর রাহমান জানান, তিনি ৫ বিঘা জমিতে বোরোধান রোপন করেছেন। মঙ্গলবার রাতের ঝড়ে তার সহ এলাকার বিভিন্ন কৃষকের কয়েক হাজার বিঘা জমির ধান মাটিতে শুয়ে পড়েছে ফলে ধানের ফলন বিপর্যয় হতে পারে বলে তিনি ধারনা করছেন।

অপরদিকে ঘাটনগর ইউনিয়নের আম চাষি বাঙ্গাবাড়ি ও নিস্কিনপুর গ্রামের মোকলেছুর রহমান ও রেজাউল করিম জানান, মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড়ে তাদের আম বাগানের আম প্রায় শতকরা ২০ভাগ ঝরে পড়েছে। এতে তাদের আমের ফলন বিপর্যয়ের পাশাপাশি আর্থিক ক্ষতি হবে বলে তারা জানান।

পোরশার আম চাষি মাসুদ শাহ্ জানান, ঝড়ে ব্যাপক ভাবে আম ঝরলেও বৃষ্টির কারনে গাছে থাকা আম গুলোর জন্য ভাল হলো। তবে ঝড়ে আম ঝরে যাওয়ায় আম চাষিদের কিছুটা হলেও আর্থিক ক্ষতি হবে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, ঝড়ের কারনে ধানের কিছুটা ক্ষতি হলেও ফলনের তেমন কোন পার্থক্য হবেনা। অপরদিকে আম কিছুটা ঝরলেও তেমন ক্ষতি হবেনা। তবে যে বৃষ্টি হয়েছে এতে আম ও ধান দু’টি ফসলের ভাল হবে বলে তিনি জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে