নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২; সময়: ১১:৫০ পূর্বাহ্ণ |
নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক

পদ্মাটাইমস ডেস্ক : দগ্ধ মানুষদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন, রিভার্স প্রদেশের এক কর্মকর্তা। বিস্ফোরণের সময় তেল কেনার জন্য লাইনে থাকা অনেকগুলো গাড়িও পুড়ে যায় বলে জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, গত কয়েক বছরে নাইজেরিয়ায় অবৈধ তেল পরিশোধন ব্যবসায় পরিণত হয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও বেকারত্বের কারণে এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেয় তরুণরা।

অবৈধ এ কার্যক্রমের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে স্থানীয় কর্তৃপক্ষ অভিযান শুরু করলেও তাতে সফলতা মেলেনি।

সরকারি হিসেবে আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় লাইনে ছিদ্র করে বা কেটে দৈনিক ২০ লাখ ব্যারেল তেল চুরি হয়, যা উৎপাদনের ১০ শতাংশ।

তেল ক্ষেত্র থেকে বৃহৎ তেল কোম্পানিগুলোর জালের মত বিস্তৃত পাইপলাইনগুলো থেকে চুরি করে এসব তেল অবৈধ ডিপোগুলোর ট্যাংকারে নিয়ে যাওয়া হয়। পরে সেগুলো পরিশোধন করে তেল জাতীয় বিভিন্ন পণ্য প্রস্তুত করা হয়। ঝুঁকিপূর্ণ এ কাজ করতে গিয়ে প্রায়ই ভয়ানক এমন দুর্ঘটনা ঘটে।

জটিল এ প্রক্রিয়ায় তেল পরিশোধন করতে গিয়ে দুর্ঘটনার পাশাপাশি মারাত্মক পরিবেশ দুষণও হচ্ছে। তেল সমৃদ্ধ বড় একটি অঞ্চলের কৃষি জমি, নদী, লেগুন তেলের দূষণের কারণে ক্ষতির মুখে পড়েছে।

ঘটনার পর অবৈধ শোধনাগারটির পরিচালকরা পলাতক রয়েছে। তবে সরকার তাদেরকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে