যুদ্ধ বন্ধে আবারও আলোচনার ডাক দিলেন জেলেনস্কি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২; সময়: ১:৪৫ অপরাহ্ণ |
যুদ্ধ বন্ধে আবারও আলোচনার ডাক দিলেন জেলেনস্কি

পদ্মাটাইমস ডেস্ক : ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কি আবারও ইউক্রেনে চলমান রাশিয়ান আগ্রাসন বন্ধে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রতি আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের অংশীদারদের ওপর আমাদের আস্থা আছে কিন্তু রাশিয়ার ওপর আস্থা নেই। খবর আলজাজিরার

তিনি ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে একটি মেট্রো স্টেশনে সংবাদ সম্মেলনে বলেন, আমি মনে করি, যে এই যুদ্ধ শুরু করেছে সেই এটি শেষ করবে। তিনি আরও বলেন, আলোচনা যদি শান্তির হয় তবে তিনি রাশিয়ার রাষ্ট্রপতির সাথে আলোচনায় ভীত নন।

আলোচনার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, শুরু থেকেই আমি আলোচনার ওপর জোর দিয়ে আসছি। বিষয়টি এমন নয় যে আমি শুধু ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে চাই। আমরা এমন একটি কূটনৈতিক ফলপ্রসূ আলোচনা চাই যার মাধ্যমে এই চলমান সংঘাত শেষ করা সম্ভব হবে।

এ সময় জেলেনস্কি আবারও রাশিয়াকে সতর্ক করে বলেন, যদি রাশিয়া মারিওপোলে অবশিষ্ট সেনাদের হত্যা করে তবে ইউক্রেন আর আলোচনার ডাক দেবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে