১ কোটি ২৩ লাখ সিরীয় শিশুর সাহায্যের প্রয়োজন: জাতিসংঘ

প্রকাশিত: মে ৯, ২০২২; সময়: ১০:৩২ পূর্বাহ্ণ |
১ কোটি ২৩ লাখ সিরীয় শিশুর সাহায্যের প্রয়োজন: জাতিসংঘ

পদ্মাটাইমস ডেস্ক : জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, এক দশক আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন যেকোনো সময়ের চেয়ে সিরীয় অনেক বেশিসংখ্যক শিশুর অধিক সাহায্য প্রয়োজন। তবে তাদের জন্য অর্থায়ন ‘হ্রাস’ পাচ্ছে। রোববার (৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। খবর আল জাজিরার।

উনিসেফ তাদের বিবৃতিতে বলেছে, সিরিয়ার শিশুরা অনেক দিন ধরে কষ্ট করছে এবং তাদের এ কষ্টের অবসান হওয়া উচিত। দেশের অভ্যন্তরে ও অন্যত্র পালিয়ে যাওয়া ১ কোটি ২৩ লাখ শিশুর জন্য সাহায্য প্রয়োজন।বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়ায় ৬৫ লাখের বেশি শিশুর সহায়তা প্রয়োজন। ২০১১ সালে সরকারবিরোধী দমন শুরু হওয়ার পর থেকে সিরিয়ার যুদ্ধে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।

ইউনিসেফের মধ্যপ্রাচ্যের প্রধান অ্যাডেল খোদর বলেন, সিরিয়ার অভ্যন্তরে এবং প্রতিবেশী দেশগুলোয় শিশুদের জন্য সহায়তার প্রয়োজন বাড়ছে। ইউক্রেন সংকটের ফলে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় অনেক পরিবার প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। জাতিসংঘ বলছে, শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন।

অ্যাডেল খোদর আরও বলেন, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোয় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রায় ৫৮ লাখ শিশু সহায়তার ওপর নির্ভরশীল। তাদের জীবন দারিদ্র্য ও কষ্টে পরিপূর্ণ। ইউনিসেফ বলছে, তারা সাহায্য দেওয়ার ক্ষেত্রে নগদ অর্থের ঘাটতির সম্মুখীন হয়েছে।

মানবিক ক্রিয়াকলাপের জন্য অর্থায়ন কমছে উল্লেখ করে ইউনিসেফের মধ্যপ্রাচ্যের প্রধান বলেন, ইউনিসেফ চলতি বছরের জন্য প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম অর্থ পেয়েছে।

ইউনিসেফ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে প্রায় ১০ লাখ শিশুর জন্য ক্রস বর্ডার অপারেশন পরিচালনার জন্য ২ কোটি ডলার চেয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে