বলিভিয়া বিশ্ববিদ্যালয়ে পদদলিত হয়ে ৪ শিক্ষার্থী নিহত

প্রকাশিত: মে ১০, ২০২২; সময়: ৩:০২ অপরাহ্ণ |
বলিভিয়া বিশ্ববিদ্যালয়ে পদদলিত হয়ে ৪ শিক্ষার্থী নিহত

পদ্মাটাইমস ডেস্ক : বলিভিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে টিয়ার গ্যাস গ্রেনেড বিস্ফোরণে চারজন নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় সূত্র ও পুলিশ বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছে।

বলিভিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পোটোসি অঞ্চল যেখানে টোমাস ফ্রাইয়াস বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেখানকার পাবলিক প্রসিকিউটর রোকসানা চক বলেন, আহতদের মধ্যে পাঁচজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।

রেক্টর পেডরো লোপেজ সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাঠে সমবেত হয়েছিল।

আঞ্চলিক পুলিশ প্রধান বার্নান্দো ইসনাদো বলেন, টিয়ার গ্যাস বিস্ফোরণে অন্তত একজন মারা গেছে। লোপেজ আরো বলেন, এটা মর্মান্তিক ঘটনা।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজন ছাত্রনেতাসহ দুইজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নেলসন পাচেকো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে