করোনায় সংক্রমিত বিল গেটস

প্রকাশিত: মে ১১, ২০২২; সময়: ১১:২২ পূর্বাহ্ণ |
করোনায় সংক্রমিত বিল গেটস

পদ্মাটাইমস ডেস্ক : করোনায় সংক্রামিত হলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। মঙ্গলবার (১০ মে) এক টুইটে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

টুইটে তিনি লিখেছেন, ‘আমার করোনা পজিটিভ হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে আইসোলেশনে রাখছি।’

কোভিড টিকার দুটি ডোজের পাশাপাশি বুস্টার ডোজও নিয়েছিলেন বিল গেটস। আরেক টুইটে তিনি লেখেন, ‘আমি সৌভাগ্যবান যে আমি টিকা পেয়েছি এবং পরীক্ষা-নিরীক্ষা ও দুর্দান্ত চিকিৎসা সেবা পেয়েছি।’

যুক্তরাষ্ট্রে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে। দেশটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে।

সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাসহ এক ডজনের বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি করোনা সংক্রমিত হয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে