প্রধানমন্ত্রী সম্মতি দিলেই পদ্মা সেতু উদ্বোধনের তারিখ

প্রকাশিত: মে ১১, ২০২২; সময়: ৪:৩৩ অপরাহ্ণ |
প্রধানমন্ত্রী সম্মতি দিলেই পদ্মা সেতু উদ্বোধনের তারিখ

পদ্মাটাইমস ডেস্ক :  বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু আগামী জুন মাসেই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক্ষেত্রে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।

বুধবার (১১ মে) দুপুরে সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। এর আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় যোগ দেন মন্ত্রী।

পদ্মা সেতুর উদ্বোধন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠাচ্ছি এবং তার ইচ্ছা অনুযায়ী তারিখ নির্ধারিত হবে।’

পদ্মা সেতু উদ্বোধন নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন নিয়ে ধোঁয়াশার কোনো কারণ নেই। আমরা শেষ দিকে আছি, সামান্য কিছু কাজ বাকি। এটা মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে জুনের শেষেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।’

তবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন পদ্মা সেতু উদ্বোধনের কথা অস্বীকার করেন দলটির সাধারণ সম্পাদক।

সেতুর কাজের অগ্রগতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মূল সেতু বাস্তবায়ন কাজের অগ্রগতি ৯৮ ভাগ, নদী শাসন ৯২ ভাগ, মূল সেতুর কার্পেটিং ৯১ ভাগ, সার্বিক সেতু প্রকল্প বাস্তবায়ন কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৫০ ভাগ।

সেতুর নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বারবার প্রধানমন্ত্রীকে বলার চেষ্টা করেছি, সেতুর নাম শেখ হাসিনা পদ্মা সেতু করার জোরালো দাবি এসেছে। কিন্তু প্রধানমন্ত্রী রাজি হচ্ছেন না। উদ্বোধনের যে সামারি আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাব সেখানে আবারও নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ প্রস্তাব করা হবে। তিনিই নাম ঠিক করবেন, সেটা ওনার এখতিয়ার।’

পদ্মা সেতুর টোল হার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল বলেন, ‘আমরা টোলের সামারি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। তিনি যেটা অনুমোদন করবেন সেটাই হবে।’

পদ্মা সেতুতে রেল সংযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জুলাই থেকে রেল সংযোগের কাজ শুরু হবে।

২০২২ সালের জুনে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এমনটা আগেই জানানো হয়েছিল। তবে গত ৬ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা নাওডোবা প্রান্ত থেকে জেলা শহর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। ২০২২-এর শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে কাজ দ্রুতগতিতে চলছে।’

সরকারপ্রধানের এই বক্তব্যের পর পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণা নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে এবার মন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হলো, আগামী মাসেই যান চলাচলের জন্য খুলে যাচ্ছে স্বপ্নের এই সেতু।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে