চাঁপাইনবাবগঞ্জে ১০টি বেসরকারি ক্লিনিক সিলগালা

প্রকাশিত: মে ২৯, ২০২২; সময়: ১:৫২ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ১০টি বেসরকারি ক্লিনিক সিলগালা

জ্যেষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ১০টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে এসব অবৈধ ক্লিনিক ও ডায়গনস্টিক সিলগালা করা হয়।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২টি, ভোলাহাটের ২টি, গোমস্তাপুর উপজেলায় ৩টি, নাচোলে ১ ও শিবগঞ্জের ২টি।

সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা সদরের বরেন্দ্র ও ইউনিক ডায়াগনষ্টিক সেন্টার, ভোলাহাটের জনসেবা ডায়াগনস্টিক সেন্টার, সাইফুর নেশা মকবুল চিকিৎসালয়, শিবগঞ্জ উপজেলার ইলিয়াস আহমেদ মেমোরিয়াল হাসপাতাল, জনসেবা ডায়াগনস্টিক সেন্টার, গোমস্তাপুর উপজেলার ইসলামীয়া নার্সিং হোম, ডিজিটাল ডায়াগস্টিক সেন্টার, রাজ ডায়াগনষ্টিক সেন্টার এবং নাচোলের জমিলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অভিযানে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ জানান, অনুমোদন বা লাইন্সেস না থাকায় ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে জেলার ৫ উপজেলার ১০টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সিলগালা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে