নারী মেম্বারের বিরুদ্ধে অসহায় মহিলাকে মারপিটের অভিযোগ

প্রকাশিত: মে ২৯, ২০২২; সময়: ৩:২৫ অপরাহ্ণ |
নারী মেম্বারের বিরুদ্ধে অসহায় মহিলাকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শাকিলা ও তার পরিবারের বিরুদ্ধে এক অসহায় মহিলাকে মারপিটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগির সাথে কথা বলে জানা যায় , তিনি হাপানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শালুকা চৌধুরীপাড়ার বাসিন্দা অবিরন (৬০) (স্বামী ভোলা) ।তিনি প্রধানমন্ত্রীর দেওয়া উপহার গৃহহীনদের দেওয়া ঘরের তালিকায় নাম দেওয়ার জন্য মহিলা মেম্বার শাকিলার কাছে যান।

শাকিলার বাড়িতে তালিকায় নাম দেওয়ার জন্য গেলে বিভিন্ন ধরনের কথপোকথন হয় আর তারই এক পর্যায়ে  শাকিলার ভাতিজা অসহায় মহিলাকে গালিগালাজ করেন এবং তার দেবর হানিফ অসহায় মহিলাকে টেনে হেচড়ে বাড়ি থেকে বের করে দেন।

 ভুক্তভোগি মহিলা বলেন, ‘আমার কথা হলো যদি আমার সেই ঘর পাওয়ার যোগ্যতা না থাকে তাহলে আমাকে দিবে না ।এতে আমার আপত্তি নেই তবে কেন তারা আমার সাথে এমন খারাপ ব্যবহার করলো এবং আমাকে তার বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল।

আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে তার বিচারের জোড় দাবী জানাচ্ছি। তিনি যেন ভবিষ্যতে কোন মানুষের সাথে এমন ব্যবহার না করেন।’

কান্না জড়িত কণ্ঠে আরো বলেন ,বাবা আমাকে কেউ এগুতে আসেনি আমি দুই দিন বিছানা থেকে উঠতে পারিনি গায়ের ব্যাথায়।

মহিলা  আরও বলেন, ইউপি চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা কে বিষয়টি আমি জানিয়েছি। তিনি এ বিষয়ে ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।

আমরা হাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজার সাথে কথা বলেছি। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির কাছে মানুষ যেকোন সময়ে আসতে পারে তবে কারো সাথে খারাপ ব্যবহার করার অধিকার কোন জনপ্রতিনিধিদের নেই। এ ব্যাপারে তদন্ত করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে