খারকিভের নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

প্রকাশিত: মে ৩০, ২০২২; সময়: ১২:৫৩ অপরাহ্ণ |
খারকিভের নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

পদ্মাটাইমস ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভে গেছেন, সেখানকার নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করেছেন।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্র সরেজমিন পরিদর্শন ও সেনাদের খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট জেলেনস্কি রোববার খারকিভ অঞ্চলে যান। তার পর পরিদর্শন শেষে খারকিভের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে (জেলেনস্কি তার নাম বলেননি) বরখাস্ত করার ঘোষণা দেন।

জেলেনস্কি বলেন, যুদ্ধের প্রথম দিন থেকেই তিনি শহর রক্ষার জন্য কোনো কাজ করেননি। শুধু নিজেকে নিয়েই ব্যস্ত ছিলেন।

প্রেসিডেন্ট ওই কর্মকর্তার নাম উল্লেখ না করলেও ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তার নাম রোমান দুদিন। তিনি খারকিভ অঞ্চলের এসবিইউ নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৬০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি মানুষ। নিহত হয়েছেন ৪ হাজার মানুষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে