তামাকের বিরুদ্ধে অভিনব শিল্প প্রতিবাদ ভারতে

প্রকাশিত: মে ৩১, ২০২২; সময়: ৫:১৭ অপরাহ্ণ |
তামাকের বিরুদ্ধে অভিনব শিল্প প্রতিবাদ ভারতে

পদ্মাটাইমস ডেস্ক : প্রতি বছর ৩১ মে দিনটিকে তামাকবিরোধী দিবস হিসেবে পালন করা হয় পৃথিবীজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সরাসরি তামাক সেবনের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে মৃত্যু হয় ৮০ লাখেরও বেশি মানুষ।

আর পরোক্ষ ধূমপানের কারণে মৃত্যু হয় ৪১ হাজার ৪০০ মানুষের, যাদের মধ্যে প্রায় ৪০০ জনই শিশু।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধূমাপান ও তামাকজাত দ্রব্য সেবনে প্রতি বছর দেশটিতে মারা যান সাড়ে ১৩ লাখ মানুষ।

তামাক সেবনের ভয়াবহ দিকটিকে আরও স্পষ্ট করে তুলতে নিজের শিল্পমাধ্যমকেই হাতিয়ার করলেন ভারতীয় ভাস্কর্য শিল্পী সুদর্শন পট্টনায়ক। বালি দিয়ে ভাস্কর্য নির্মাণ করে যিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িষার বিখ্যাত শহর পুরীর সমুদ্র সৈকতে বিশ্ব তামাকবিরোধী দিবস উপলক্ষে বালি দিয়ে একটি ভাস্কর্য তৈরি করেছেন সুদর্শন পট্টনায়েক।

সেই শিল্পকর্মে দেখা যাচ্ছে, অজস্র জ্বলন্ত আধখাওয়া সিগারেটের চিতায় শুয়ে আছে একটি কঙ্কাল।

ভারতের সরকার তামাক ও তামাকজাত পণ্যের নেশা রোধে গত কয়েক বছর ধরে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। এবার শিল্পীরাও এগিয়ে এসেছেন সচেতনতা প্রচারে। পুরীর সৈকতে এই শিল্পকর্ম দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ।

চলতি বছর বিশ্ব তামাক বিরোধী দিবসের থিম ‘তামাক: আমাদের পরিবেশের জন্য ভয়াবহ।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পরিবেশের উপর তামাক শিল্পের ক্ষতিকর প্রভাব ব্যাপক এবং ক্রমবর্ধমান। এই ক্ষতিকর প্রভাব ইতিমধ্যেই ভঙ্গুর বাস্তুতন্ত্রে আরও অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে