মান খারাপ: তুরস্ক গম ফেরত দেয়ায় চিন্তিত ভারতীয় ব্যবসায়ীরা

প্রকাশিত: জুন ২, ২০২২; সময়: ১:০৪ অপরাহ্ণ |
মান খারাপ: তুরস্ক গম ফেরত দেয়ায় চিন্তিত ভারতীয় ব্যবসায়ীরা

পদ্মাটাইমস ডেস্ক : গুণগত মান খারাপ হওয়ায় ভারতের গমবাহী জাহাজ ফেরত পাঠিয়েছে তুরস্ক। গত ২৯ মে তুরস্ক থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

সূত্রের বরাত দিয়ে এস অ্যান্ড পি কমোডিটি ইনসাইটসে জানিয়েছে, গমের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে অনুমতি দেয়নি তুরস্ক। এছাড়া জাহাজের গমে মিলেছে রুবেলা রোগের উপস্থিতি। এমন অবস্থায় চিন্তায় পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, জাহাজ চলাচলের উপর নজর রাখা একটি সংস্থাকে উদ্ধৃত করে এস অ্যান্ড পি কমোডিটি ইনসাইটসের তরফে জানানো হয়েছে, তুরস্ক থেকে ইতোমধ্যে কান্দলা বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে জাহাজটি। জাহাজটিতে ৫৬ হাজার ৮৭৭ টন গম রয়েছে।

ইস্তানবুলের ব্যবসায়ীদের উদ্ধৃত করে তথ্যপ্রদানকারী সংস্থাটি জানিয়েছে, ওই গমের কনসাইনমেন্টে রুবেলা রোগ ধরা পড়েছে। সে জন্য তুরস্কের কৃষি মন্ত্রণালয়ের সুবজ সংকেত মেলেনি।

বিষয়টি এখনো কোনো মন্তব্য করেনি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। বে সংশ্লিষ্ট মহলের মতে, তুরস্কের সেই সিদ্ধান্তের ফলে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ১৫ লাখ টন গমের রফতানি এখনও বাকি আছে।

এই বছর উৎপাদন কম হওয়ায় গম রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত। তারপরই বিশ্বজুড়ে এর দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের অনুরোধের পর বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়।

ভারত জানায়, গত ১৩ মের আগে থেকে গমের যেসব চালানের নথি দফতরে পৌঁছেছে সেগুলো রফতানি করা যাবে। তবে নতুন করে গম রফতানি বন্ধ রেখেছে দেশটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে