করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী

প্রকাশিত: জুন ২, ২০২২; সময়: ২:১০ অপরাহ্ণ |
করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী

 

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে তার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানানো হয়।

এদিকে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই আইসোলেশনে রয়েছেন ভারতের গান্ধী পরিবারের জ্যেষ্ঠ এই সদস্য। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সিনিয়র কংগ্রেস নেতা এবং দলের মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, ‘কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তার হালকা জ্বর এবং কিছু উপসর্গ রয়েছে। ভাইরাস শনাক্ত হওয়ার পরপরই তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বুধবার ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে তলব করে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৮ জুন সেখানে তার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেল।

অবশ্য সোনিয়ার দল কংগ্রেস স্পষ্ট করেছে যে, এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সে অনুযায়ী, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে উপস্থিত হবেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে