একদিন না যেতেই আবার বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে

প্রকাশিত: জুন ৩, ২০২২; সময়: ১১:১৮ পূর্বাহ্ণ |
একদিন না যেতেই আবার বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে

পদ্মাটাইমস ডেস্ক : একদিনের ব্যবধানে আবারও বন্দুক হামলার শিকার যুক্তরাষ্ট্র। এবার উইসকনসিনে শেষকৃত্যানুষ্ঠানে গুলিতে গুরুতর আহত হন ৫ জন। হামলার পরই পালিয়ে যায় অস্ত্রধারী। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। খবর রয়টার্সের।

আতঙ্কের দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই গুলিতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। আহতও হচ্ছেন অনেকে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের রেসিন শহরে গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, শহরের গ্রিসল্যান্ড নামের একটি সমাধিস্থলে ৩৭ বছর বয়সী এক ব্যক্তির শেষকৃত্যানুষ্ঠান চলছিল। এ সময় আচমকা বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে এক অস্ত্রধারী। এ সময় জীবন বাঁচাতে চারদিকে ছোটাছুটি শুরু করেন সবাই। একপর্যায়ে এলোপাতাড়ি গুলি চালাতে চালাতেই পালিয়ে যায় বন্দুকধারী।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। ঘটনার পর ওই সমাধিস্থল জনসাধারণের প্রবেশের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। তবে হামলাকারীকে ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়েছে গোলাগুলির ঘটনা। সবশেষ বুধবার ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হন। ওই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে