রোবটের দেহে ‘জীবন্ত ত্বক’

প্রকাশিত: জুন ১২, ২০২২; সময়: ১২:৩১ অপরাহ্ণ |
রোবটের দেহে ‘জীবন্ত ত্বক’

পদ্মাটাইমস ডেস্ক : সৃষ্টির শুরু থেকে ত্বক প্রাণীর দখলে ছিল। এখন পর্যন্তও তাই। তবে এরপর আর নয়। রোবটের দেহেও গজিয়ে উঠবে মানুষের মতো ত্বক! অনুভূতিশক্তি না থাকলেও আঘাত করলে বোঝা যাবে জখম, আবার সেরেও উঠবে নিজে থেকে। শুকিয়ে যাবে যে কোনো ক্ষতও; এমন ‘জীবন্ত টিস্যু’ বা কলা আবিস্কারের দাবি করেছেন জাপানি বিজ্ঞানীরা।

তাঁরা প্রাথমিকভাবে রোবটের একটি আঙুলের ওপর এই ত্বক ব্যবহার করেছেন। এতে সংশ্নিষ্ট আঙুলটি নিজে থেকে ওঠানামা ও বাঁকা করতে পারছে ওই রোবট। এতদিন কৃত্রিম ত্বক ব্যবহার করে রোবটসহ সব ধরনের নকল অঙ্গ তৈরি করা হতো।

দেশটির টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, বায়ো-হাইব্রিড নামে একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন তাঁরা। এর মাধ্যমে তৈরি করেছেন অবিকল মানুষের মতো টিস্যু ও ত্বক।

এই টিস্যু তৈরি করতে ব্যবহার করা হয়েছে কোলাজেনের সল্যুশন, যা এক ধরনের ফাইব্রোস প্রোটিন এবং ত্বক সংক্রান্ত ফাইব্রোব্লাস্ট। এই দুটি উপাদান মানুষের ত্বক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর কেরাটিনোসাইটিস নামে এক ধরনের কোষ ব্যবহার করা হয়েছে, যা মানুষের ত্বকের বাইরের স্তর তৈরিতে ভূমিকা রাখে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সের মেকানিক্যাল অ্যান্ড বায়োফাংশনাল সিস্টেমের অধ্যাপক শোজি টাকেউজি বলেছেন, তাঁদের তৈরি করা টিস্যু অবিকল মানুষের মতো। চিকিৎসাশাস্ত্রে এ ধরনের রোবট যুগান্তকারী হয়ে উঠতে পারে। পাশাপাশি ভবিষ্যতে এই টিস্যু ব্যবহার করে তাঁরা বিভিন্ন ধরনের কৃত্রিম অঙ্গ ও ত্বক তৈরি করতে চান।

শোজি টাকেউজি বলেন, একটি রোবটকে জীবন্ত প্রাণীর মতো করে গড়ে তুলতে একে জীবন্ত ত্বক দেওয়ার বিকল্প নেই। গবেষণায় প্রথমে আঙুলের ওপর এই ত্বকের পরীক্ষা চালানো হয়েছে। কারণ, এটি রোবটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। ভবিষ্যতে কৃত্রিম এই দেহগুলো দেখে ও স্পর্শ করে স্বাভাবিক প্রাণীর মতো মনে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে