নওগাঁয় মহানবি (সা.) নিয়ে ফেসবুকে পোস্ট, কিশোর গ্রেপ্তার

প্রকাশিত: জুন ১২, ২০২২; সময়: ৯:৪৭ অপরাহ্ণ |
নওগাঁয় মহানবি (সা.) নিয়ে ফেসবুকে পোস্ট, কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে মহানবি (সা.) কে অবমানা করে ফেসবুকে পোস্ট করায় পল্লব কুমার মহন্ত (১৫) নামে এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী তার বাড়ীর কাছ তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাত ২ টার দিকে তাকে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার পল্লব কুমার মহন্ত সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের পরিমল কুমার মহন্তের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত দুই দিন আগে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র পল্লব কুমার মহন্ত তার ফেসবুক আইডি থেকে মহানবি (সা.) কে কুটক্তি করে ফেসবুকে পোস্ট দেয়। তার সেই পোস্টটি ফেসবুকে ভাইরাল হলে এলাকার মুসল্লিসহ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তারা মহানবিকে অবমাননার প্রতিবাদে ও পল্লব কুমার মহন্তকে গ্রেপ্তার দাবিতে মিছিল বের করে।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার পল্লব কুমার মহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর পর রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, মাহদেবপুর উপজেলা নির্বাহী অফিসার তার ফেসবুক আইডিতে ট্যাটাস দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের কথা স্বীকার করে সকলকে আইনের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে