বোনের বাড়িতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

প্রকাশিত: জুন ২১, ২০২২; সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ |
বোনের বাড়িতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে হানিফা বেগম (৭০) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার ধর্মগড় শাহানাবাগ গ্রামের মৃত সমিরউদ্দীনের স্ত্রী মুজলেমার বাড়িতে এ ঘটনা ঘটে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘হানিফা বেগমের কোনো স্বামী-সন্তান নেই। দেশ ভাগ হওয়ার সময় তিনি ও তার একভাই ভারতে চলে গিয়েছিলেন। সেখানে তিনি তার ভাইয়ের ছেলের কাছে থাকতেন। তিনি সেখানকার নাগরিকত্ব লাভ করেন।”

তিনি আরও জানান, “রাণীশংকৈলের ধর্মগড় শাহানাবাগ গ্রামে তার এক বোন ও দুই ভাইয়ের বাড়ি। ওই বৃদ্ধা প্রতিবছর সীমান্তে মিলন মেলা হওয়ার সময় ভাইবোনের সাথে দেখা করতেন। কিন্তু করোনার কারণে দুই বছর মিলন মেলা না হওয়ায় দেখা করতে পারেননি। তাই তিনি গত ১২ জুন পাসপোর্ট ও ভিসার মাধ্যমে ভাইবোনের বাড়িতে বেড়াতে আসেন।”

ওসি জানান, “সোমবার সকালে ওই বৃদ্ধা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছিলেন। এ সময় হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেললে বাড়ির লোকজন তাকে নিয়ে হাসপাতালে রওনা হলে পথে মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন।”

যদি তার মরদেহ ভারতীয় দূতাবাস নিতে না চায় তবে লাশটি তার ভাইবোনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে