গুরুদাসপুরে একটি ষাড় গরুর দাম হাকা হচ্ছে ১২ লাখ টাকা

প্রকাশিত: জুন ২১, ২০২২; সময়: ৩:৪৬ অপরাহ্ণ |
গুরুদাসপুরে একটি ষাড় গরুর দাম হাকা হচ্ছে ১২ লাখ টাকা

এস,এম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে ৩২ মণ ওজনের একটি ষাঁড় গরু প্রস্তুত করেছেন বিক্রির জন্য সৌখিন খামারি রাজিবুল ইসলাম। ৬ ফুট উচ্চতা ও ৯ ফিট প্রস্থের সাদা কালো মিশ্র রঙের ষাঁড়টির বয়স প্রায় ৩ বছর। উপজেলার সবচেয়ে বড় এই ষাঁড়টির মালিক ভালোবেসে নাম রেখেছেন বাবু সাহেব। ওই ষাড়টির দাম হাকা হচ্ছে ১২ লাখ টাকা।

মঙ্গলবার (২১জুন) দুপুরে সরোজমিন গিয়ে দেখা গেছে, গুরুদাসপুর পৌরসদরের আনন্দ নগর মহল্লার সৌখিন খামারী মৌলানা রাজিবুল ইসলাম। পেশায় ধর্মীয় শিক্ষক ও আদর্শ কৃষক। প্রতি বছর কোরবানীর ঈদকে সামনে রেখে ষাড় গরু বিক্রির জন্য প্রস্তুত করেন। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের শান্ত সাদা কালো রঙের বিশাল প্রকৃতির এ ষাঁড়টির খাবার হচ্ছে সবুজ ঘাস,খড়,দানাদার খাবার ও ফলমুল। প্রতিদিনই তাকে দেখতে ভিড় করছেন শত শত উৎসুক জনতা।

খামারী রাজিবুল ইসলাম বলেন, এ ষাড়টি গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের পরামর্শে ক্ষতিকর ফিড কিংবা মোটাতাজা করণ ইনজেকশান ছাড়াই পালন পালন করা হয়েছে। প্রতিদিন ওই ষাড়টির প্রতিপালন ব্যয় গড়ে ১ হাজার টাকা। সন্তানের স্নেহে প্রতি পালিত হওয়া বাবু সাহেবের কাক্ষিত দাম না পেলে ক্ষতিগ্রস্থ হবেন তিনি।

পার্শ্ববতি বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্র নগর থেকে বাবু সাহেবকে দেখতে এসেছেন ফারুক হোসেন ও আরিফ। তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশালা কৃতির ষাড়ের খবর শুনে দেখতে এলাম। আমরা এত বড় ষাঁড় দেখে মুগ্ধ হয়েছি । ধারনা করছি এটি জেলার সবথেকে বড় ষাড়। এমন ষাড় পালনে খামারীদের উৎসাহিত করা উচিৎ।

গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোলাম মোস্তফা বলেন, রাজিবুল একজন সৌখিন খামারী। তার ষাড়টি আকার ও ওজনে উপজেলার সবচেয়ে বড়। তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শেই ষাড়টি রক্ষনাবেক্ষণ করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে