পোরশায় ছোট মাছ ধরতে সতর্ক করলেন মৎস কর্মকর্তা

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২; সময়: ৫:২৪ অপরাহ্ণ |
পোরশায় ছোট মাছ ধরতে সতর্ক করলেন মৎস কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদি থেকে ছোট মাছ ধরতে সতর্ক করলেন মৎস কর্মকর্তা মনিরুজ্জামান।

তিনি বুধবার স্থানীয় নিতপুর মাছ বাজার পরিদর্শনকালে মাছের আড়ৎদার ও মৎস জীবীদের নদীতে ছোট মাছ ধরা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। এসময় তিনি বাজার থেকে ছোট বোয়াল, কালবাউশ ও পোনা মাছ আটক করেন এবং এগুলো তাৎক্ষনিক স্থানীয় নিতপুর কেন্দ্রিয় কবরস্থান সংলগ্ন কওমি হাফেজিয়া মাদ্রাাসার ছাত্রদের জন্য দিয়ে দেন।

পরে তিনি পুনর্ভবা নদী থেকে অপরিপক্ক ছোট মাছ না ধরার জন্য মৎসজীবী ও আড়ৎদারদের উদ্যেশে সতর্কতা মুলক বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের নির্দেশ মোতাবেক সংশ্লিষ্ট উপজেলায় এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে