মান্দায় আগুনে পুড়ল তিন পরিবারের বসতঘর

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২; সময়: ৬:৪৭ অপরাহ্ণ |
মান্দায় আগুনে পুড়ল তিন পরিবারের বসতঘর

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের ঘটনায় পুড়ে গেছে তিন পরিবারের বসতঘর। আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে কাঞ্চনপুর গ্রামের আব্দুর রহিমের বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়। তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুতগতিতে আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টার আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পুড়ে যায় তিন পরিবারের ৫টি বসতঘর।

ভুক্তভোগী আব্দুর রহিম বলেন, ভোর রাতে হঠাৎ করেই ছেলে দুলাল হোসেনের শয়নঘরে আগুন লেগে যায়। কয়েক মুহূর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে তিন পরিবারের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও দাবি করেন তিনি।

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আব্দুল মান্নান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সহায়তায় আগুন নেভানো হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন হয়ে থাকতে পারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে