কচুয়ার পাথৈর উচ্চ বিদ্যালয় এমপিওভূক্ত হওয়ায় এমপিকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: জুলাই ১৪, ২০২২; সময়: ১:২১ অপরাহ্ণ |
কচুয়ার পাথৈর উচ্চ বিদ্যালয় এমপিওভূক্ত হওয়ায় এমপিকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পাথৈর উচ্চ বিদ্যালয় এমপিওভূক্তকরন হওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কচুয়ার সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ।

১৩ জুলাই ঢাকার বনানী এমপি’র বাসভবনে বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মকবুল হোসেন মিয়াজীর ভাই ও ঢাকা শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মহব্বত আলীর পক্ষে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় ঢাকা শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মহব্বত আলী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: সালেহা আক্তার,সহকারী শিক্ষক আবু ইউসুফ,সাইফুল ইসলাম,বিষ্ণপদ আর্চয্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২নং পাথৈর ইউনিয়নে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার হওয়ার ১৮ বছর পর এমপিওভূক্তকরন করা হয় ওই বিদ্যালয়।

চলতি বছর শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে সারাদেশে ২ হাজার ৭শ ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ বিদ্যালয়টি শিক্ষক-কর্মচারীদের বেতন এমপিওভূক্ত হওয়ায় আনন্দিত শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে