বাঁধ ভেঙে তলিয়ে গেছে তিন হাজার ঘরবাড়ি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২২; সময়: ১২:৫৯ অপরাহ্ণ |
বাঁধ ভেঙে তলিয়ে গেছে তিন হাজার ঘরবাড়ি

পদ্মাটাইমস ডেস্ক : খুলনার কয়রায় বাঁধ ভেঙে কপোতাক্ষ নদের নোনাপানিতে তলিয়ে গেছে পাঁচটি গ্রামের তিন হাজার পরিবারের ঘরবাড়ি। এসব পরিবারের সদস্যরা বাঁধের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। কারও কারও ঠাঁই জুটেছে আশ্রয়কেন্দ্রে বা আত্মীয়স্বজনের বাড়িতে।

গতকাল রোববার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৪/১ নম্বর পোল্ডারের চরামুখা এলাকায় বাঁধের প্রায় ৩০০ মিটার ধসে যায়। ওই স্থান দিয়ে সকাল থেকে জোয়ারের পানি ঢুকতে শুরু করে।

এতে চরামুখা, ঘড়িলাল, সরদারপাড়া, পাতাখালি ও মাটিয়াঘাঙ্গা- এই পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। সেই সঙ্গে প্রায় আড়াই হাজার বিঘা জমির চিংড়িঘের ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা আশঙ্কা করছেন, বাঁধটি মেরামত সম্ভব না হলে রাতে জোয়ারের পানিতে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে।

গ্রামবাসী জানান, দীর্ঘদিন বাঁধের এই স্থানটি ঝুঁকিপূর্ণ ছিল। বাঁধ রক্ষায় স্থানীয়রা কয়েক দিন কাজ করেছেন। শেষ পর্যন্ত তা রক্ষা করা সম্ভব হয়নি। ব্যাপক ক্ষতি হয়েছে।

চরামুখার ইউপি সদস্য ওসমান গনি খোকন জানান, জোয়ারের পানিতে তাঁর বাড়িসহ ওই গ্রামের শতাধিক বাড়ি মেঝে পর্যন্ত ডুবে গেছে। অনেকের ঘরের চালসহ আসবাব ভেসে গেছে।

স্থানীয় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়ল জানান, ভেঙে যাওয়া স্থানের পরিধি জোয়ারের চাপে আরও বেড়েছে। এতে ইউনিয়নের পাঁচটি গ্রামের ৭ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।

পাউবোর উপসহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, বাঁধটি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা চাইলেও দ্রুত মেরামত সম্ভব নয়। নদীতে জোয়ারের তীব্রতা কমলে কাজ করা সম্ভব হবে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানিয়েছেন, প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ চলছে। বাঁধ মেরামতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে