বিষধর সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৯, ২০২২; সময়: ৯:৩৯ পূর্বাহ্ণ |
বিষধর সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বিষধর সাপের কামড়ে সোহামনি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোহামনি উপজেলার ভাটরা ইউনিয়নের দৌপুকুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।

মঙ্গলবার (১৯জুলাই) সকালে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারি সোহামনির মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (১৮ জুলাই) সকালে শিশুটি বাড়ির পিছনে খেলা করছিল। এমন সময় একটি বিষধর সাপ গর্ত থেকে বের হয়ে তার পায়ে কামড়ে দেয়। পরে শিশুটি চিৎকার শুনে তার বাবা-মা এসে পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পায়। সোহামনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে