বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম বিষয়ক সেমিনার

প্রকাশিত: জুলাই ২৪, ২০২২; সময়: ৭:২৯ অপরাহ্ণ |
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক : বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনের সেমিনার কক্ষে আজ দুপুর ২টা ৩০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা এবং এক্সচেঞ্জ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি সম্পাদনা করেন মার্কিন দূতাবাসের ৪ জন কর্মকর্তা। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। সেমিনারটির সার্বিক তত্ত্বাবধায়ন করেন প্রাক্তন এক্সচেঞ্জ অ্যালামনাই এবং আইন ও মানবাধিকার বিভাগের সহকারী অধ্যাপক রাবিতা রেজওয়ানা ।

বিশ্ববিদ্যালয়ের ১০ টি বিভাগের প্রায় ১০০ জন শিক্ষার্থী সেমিনারে উপস্থিত ছিলেন। শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে সম্যক ধারণা দেন খাদিজা মোহামুদ। শিক্ষার্থীরা ঠিক কোন পর্যায়ে কোন ধরনের প্রোগ্রামে অংশ নিতে পারবে সেটি সম্পর্কে আলোচনা করেন এ কিউ এম মুশফিক ।

মার্কিন দূতাবাস কর্মকর্তা রিফাত স্বপ্নীল স্লাইড উপস্থাপনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যেতে কি ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি নিয়ে বিস্তর আলোচনা করেন। এছাড়াও বক্তারা প্রয়োজনীয় ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার ঠিকানা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। সবশেষে দূতাবাস কর্মকর্তা সারাহ মূর মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে একটি কুইজ পরিচালনা করেন এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে