সোনিয়াকে এবার ৬ ঘণ্টা জেরা

প্রকাশিত: জুলাই ২৭, ২০২২; সময়: ৯:৫১ পূর্বাহ্ণ |
সোনিয়াকে এবার ৬ ঘণ্টা জেরা

পদ্মাটাইমস ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় মঙ্গলবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে দ্বিতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। এদিন দুই দফায় জিজ্ঞাসাবাদ হয় কংগ্রেস সভাপতিকে।

প্রথমে তিন ঘন্টা জেরার পর সোনিয়া ইডি অফিস থেকে মধ্যাহ্নভোজের জন্য তার বাসভবনে ফিরে যান। বেলা সাড়ে তিনটার দিকে আবার ইডি অফিসে পৌঁছান সোনিয়া। সেখানে দ্বিতীয় দফায় আরও তিন ঘণ্টা জেরা করা হয় তাকে। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে আসেন কংগ্রেস সভাপতি।

ইডির পদক্ষেপের প্রতিবাদে কংগ্রেসের নেতা-কর্মীরা সারাদেশে ধর্না-বিক্ষোভ ও সত্যাগ্রহ করেছেন। দলীয় সাংসদের সঙ্গে রাহুল গান্ধী রাজধানীর বিজয় চকের কাছে ধর্নায় বসেছিলেন। এক পর্যায়ে দিল্লি পুলিশ তাকে হেফাজতে নেয়।

রাহুল ছাড়াও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, কেসি ভেনুগোপাল, শক্তিসিংহ গোহিলসহ বেশ কয়েকজন সাংসদকে আটক করেছে পুলিশ। তারা প্রতিবাদ মিছিল করে পার্লামেন্ট থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন। অন্তত ৫০ জন কংগ্রেস সাংসদকে পুলিশ প্রায় ১০ কিলোমিটার দূরে কিংসওয়ে ক্যাম্পে নিয়ে যায়।

ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মালিকানাধীন কংগ্রেস প্রমোটেড ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের ‘আর্থিক অনিয়মের’ অভিযোগে ইডি সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে ২১ জুলাই তাকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় কংগ্রেসের নেতা-কর্মীরা ব্যাপক বিক্ষোভ করেন।

সর্বভারতীয় নারী কংগ্রেসের সদস্যরাও মঙ্গলবার দলের সদর দপ্তরে ইডি তলবের বিরোধিতা করেছেন। কংগ্রেস এদিন রাজঘাটে বিক্ষোভ করার পরিকল্পনা করলেও কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ায় এই কর্মসূচি প্রত্যাহার করা হয়।

প্রথম দফায় ইডি ৭৫ বছর বয়সী সোনিয়া গান্ধীকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল। ইডি তার সামনে ২৮টি প্রশ্ন রেখেছিল, যেগুলোর উত্তর দেন সোনিয়া।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে