ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ফোনালাপে ল্যাভরভ-ব্লিঙ্কেন

প্রকাশিত: জুলাই ৩০, ২০২২; সময়: ২:০৪ অপরাহ্ণ |
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ফোনালাপে ল্যাভরভ-ব্লিঙ্কেন

পদ্মাটাইমস ডেস্ক : ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত এ ফোনালাপকে ‘সরাসরি ও স্পষ্ট’ বলে বর্ণনা করেছেন তিনি।

টেলিফোনে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের কোনো অংশকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাকে বিশ্ব কখনো মেনে নেবে না। ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির সুযোগ করে দেওয়ার যে প্রতিশ্রুতি মস্কো দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।

এ সময় ল্যাভরভ স্পষ্ট ভাষায় ব্লিঙ্কেনকে জানিয়ে দিয়েছেন, যে লক্ষ্যকে সামনে রেখে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে তা মস্কো অর্জন করবেই।

তিনি ইউক্রেনের প্রতি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সামরিক সহযোগিতার তীব্র সমালোচনা করে বলেন, এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখলে ইউক্রেন যুদ্ধ প্রলম্বিত হওয়া ছাড়া আর কোনো ফল বয়ে আনবে না। মস্কো যেকোনো মূল্যে তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অভিযান বন্ধ করবে না।

রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের প্রশ্নগুলোতে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের নির্লিপ্ততার সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এর তিনদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার নির্দেশ দেন পুতিন।

পাঁচ মাসের বেশি সময় ধরে চলা এ অভিযানে এ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে