৬ যাত্রীকে মহাকাশ ভ্রমণে নিচ্ছে ব্লু ওরিজিন

প্রকাশিত: আগস্ট ২, ২০২২; সময়: ৪:২২ অপরাহ্ণ |
৬ যাত্রীকে মহাকাশ ভ্রমণে নিচ্ছে ব্লু ওরিজিন

পদ্মাটাইমস ডেস্ক : আগামী ৪ আগস্ট ছয় যাত্রী নিয়ে মহাকাশ ভ্রমণে যাবে জেফ বেজোসের সংস্থা ব্লু ওরিজিন। এই ভ্রমণে সংস্থাটি ব্যবহার করছে ‘দ্য নিউ শেফার্ড’ যান। গোটা ভ্রমণপর্ব মাত্র ১০ মিনিটের। চলতি বছরে ব্লু ওরিজিনের এটি তৃতীয় মহাকাশ ভ্রমণ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় লঞ্চসাইট ওয়ান থেকে ছাড়বে মহাকাশযানটি। ভ্রমণের ওই ১০ মিনিট ভারশূন্য অবস্থা থেকে পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে প্রত্যক্ষ করা এবং মহাকাশ দেখার অভিজ্ঞতা পাবেন যাত্রীরা।

ছয় যাত্রীর মধ্যে এই ভ্রমণে থাকবেন একজন মিশরীয় এবং একজন পর্তুগালের নাগরিক। এই প্রথম দেশ দুটি থেকে কেউ মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। তবে আরও চমকপ্রদ বিষয় হচ্ছে ব্রিটিশ-আমেরিকান পর্বতারোহী ভ্যানেসা ও ব্রায়েনের মহাকাশ যাত্রা।

ব্লু ওরিজিন থেকে জানানো হয়েছে, স্থল, জল এবং বাতাসের চরম অভিজ্ঞতার সঙ্গে চলা প্রথম নারী ভ্যানেসাই। ‘এক্সপ্লোরার্স এক্সট্রিম ট্রাইফেক্টা’ অর্জন করে গিনেস বুকে নাম লেখাতে চলেছেন তিনি।

ভ্যানেসা ছাড়াও এই ভ্রমণে যাচ্ছেন ডিউড পারফেক্টেরসহ প্রতিষ্ঠাতা কোবি কটন, পর্তুগিজ মারিও ফেরেইরা, প্রযুক্তি জগতের বড় নাম ক্লিন্ট কেলি (তৃতীয়), মিশরীয় ইঞ্জিনিয়ার সারা সাব্রি এবং টেলিকম এক্সিকিউটিভ স্টিভ ইয়ং।

এই ছয় জনকে নিয়ে সাড়ে ৩ লাখ ফুট বা প্রায় ১০০ কি.মি. উচ্চতায় পৌঁছবে দ্য নিউ শেফার্ড। ওই উচ্চতায় রয়েছে কারম্যান লাইন, যা পৃথিবী এবং মহাকাশের সীমারেখা বলে মনে করা হয়। এই ভ্রমণে প্রতি জনের কত খরচ পড়ছে তা জানানো হয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে