পত্নীতলায় নৈশপ্রহরীদের মাঝে ছাতা উপহার

প্রকাশিত: আগস্ট ৭, ২০২২; সময়: ৯:৩১ অপরাহ্ণ |
পত্নীতলায় নৈশপ্রহরীদের মাঝে ছাতা উপহার

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড এলাকার নৈশপ্রহরীদের মাঝে ছাতা উপহার দিয়েছেন নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটি ও পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু।

রবিবার সন্ধ্যায় নজিপুর বাসস্ট্যান্ড ধামইররোডের মোবাইল টাউয়ার মার্কেটে গ্রামীণ ফোন সেন্টারের সামনে নৈশপ্রহরীদের নিয়ে চুরি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সভা শেষে এসব ছাতা বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বণিক কমিটির সহ সভাপতি অমৃত কুমার, সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা খ্যাত এজেড মিজান, কোষাধ্যক্ষ পলাশ কুমার, আদায়কারী আমজাদ হোসেন প্রমূখ।

সভায় বনিক কমিটির সভাপতি শহিদুল আলম বেন্টু নৈশপ্রহরীদের বলেন সম্প্রতি বাসস্ট্যান্ড এলাকায় ছোট ছোট চুরির ঘটনা ঘটেছে যা কোনভাবেই কাম্য নয় তাই আপনাদের আরো সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নিঃছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

যাতে একটি দোকানেও চুরির ঘটনা না ঘটে। যারা দায়িত্ব পালনে অবহেলা বা গাফিলতি করবে তাদের ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। বর্ষা দিনেই বৃষ্টির মধ্য ভিজে আপনাদের কষ্টের কথা চিন্তা করেই এই ছাতা উপহার। আশা করছি আপনাদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে, সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন আপনাদের যে কোন সমস্যার কথা নির্ভয়ে আমাকে জানাবেন।

কাঁচা বাজার এলাকার নৈশপ্রহরী মোতাহার হোসেন বলেন, বৃষ্টির রাতে ডিউটি করতে খুব কষ্ট হয় কখনো ভিজে যাই ছাতা পেয়ে খুব ভাল হলো। সভাপতি আমাদের কথা সবসময় চিন্তা করে ঈদ পুজা সহ বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করেন ওনি ভাল মানুষ আল্লাহ তাকে সুস্থ রাখুক। এসময় ২০ জন প্রহরীকে প্রত্যককে ১টি করে উন্নতমানের ছাতা উপহার দেওয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে