গাজীপুরে উল্টে গেল দ্রুতযানের বগি, উত্তরে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২; সময়: ১০:৫৮ অপরাহ্ণ |
গাজীপুরে উল্টে গেল দ্রুতযানের বগি, উত্তরে ট্রেন চলাচল বন্ধ

পদ্মাটাইমস ডেস্ক : গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বগি উল্টে গেছে। এ সময় দুটি বগি লাইনচ্যুত হয়।

এতে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনে ঘটনাটি ঘটে।

টঙ্গী রেলওয়ে জংশনের মাস্টার রাকিবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীবাহী বগি উল্টে যাওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে