পুঠিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২; সময়: ৪:০৭ অপরাহ্ণ |
পুঠিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯ টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার আয়োজনে এই র্কমসূচি উদ্বোধন করেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।

এ সময় বানেশ্বর সরকারী কলেজের অধ্যক্ষ এস.এম একরামুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, জেলার সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা কৃষক লীগের সভাপতি রাজিবুল হক রাজিব, বানশ্বের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বানেশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি মানজুর রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি মুক্তার শেখ, বানেশ্বর কলেজের সকল শিক্ষক, বানেশ্বর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতা-র্কমী উপস্থিত ছিলেন।

এ সময় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে