‌‘সুষ্ঠু হয়েছে সাত কলেজের ভর্তি পরীক্ষা’

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২; সময়: ২:৩৩ অপরাহ্ণ |
‌‘সুষ্ঠু হয়েছে সাত কলেজের ভর্তি পরীক্ষা’

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে ভর্তির পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্র থেকে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। বিজ্ঞান অনুষদের গত পরীক্ষাটি যেমন সুন্দর হয়েছে এই পরীক্ষাটিও সার্বিক ব্যবস্থাপনায় সুন্দর হয়েছে।

ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা এবং প্রশ্নের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরাও। ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থী শাকিল হোসেন বলেন, সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রশ্নপত্রের মান বেশ ভালো। এখন দ্রুততম সময়ের মধ্যেই যেন ফল প্রকাশ করা হয় সংশ্লিষ্টদের সেই অনুরোধ করছি।

ঢাকার ১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির দেওয়া তথ্য মতে, এবার সাত কলেজের কলা ও সমাজিক বিজ্ঞান শাখার বিভাগগুলোতে মোট আসন সংখ্যা রয়েছে ৯৭০৩টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৮ হাজার ৬২৭টি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে