১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২; সময়: ১০:০৯ অপরাহ্ণ |
১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

পদ্মাটাইমস ডেস্ক : দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৯ আগস্ট) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের অন্যান্য জায়গায় একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, নিম্নচাপের কারণে উত্তাল সাগর। চলছে ৩ নম্বর সতর্কসংকেত। বৈরি আবহাওয়ায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। নোয়াখালীর হাতিয়া, বরগুনা, পটুয়াখালীতে চারটি ট্রলার ডুবে গেছে। এতে ২ জেলের মরদেহ ও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৈরি আবহাওয়ার কবলে পড়ে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী। তীব্র বাতাসে তীরে আছড়ে পড়ছে পানির স্রোত। স্বাভাবিকের তুলনায় প্রায় দেড়ফুট উচ্চতায় বেড়েছে পানি। দুর্ঘটনা এড়াতে মেঘনা পাড়ের অধিকাংশ জেলে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। অভ্যন্তরীণ রুটসহ ভোলা লক্ষ্মীপুর রুটে সাময়িক বন্ধ রয়েছে ফেরি চলাচল।

গুমোট আবহাওয়ায় ঝালকাঠির সুগন্ধা, বিশখালীসহ অন্তত ১১টি নদীর রূপ এখন ভয়াবহ। ঝড়ো বাতাসে কয়েকটি এলাকায় উপড়ে পড়ে গাছপালা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে কয়েকটি গ্রামে।

লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলে থেকে থেমে বৃষ্টি হয়। সেই সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। জেলেরা অধিকাংশ ট্রলার এরই মধ্যে ঘাটে নোঙর করেছে। সাগরের বৈরি আচরণে উপকূলে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে