বিএনপি যেন স্বামী-স্ত্রীর সংসার

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২; সময়: ১১:১৫ অপরাহ্ণ |
বিএনপি যেন স্বামী-স্ত্রীর সংসার

পদ্মাটাইমস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠছে বাম ও ডানপন্থি দলগুলো। সবচেয়ে বেশি সক্রিয় ‘মাঠের প্রধান বিরোধী দল’ বিএনপি। তবে দলটির কেন্দ্রীয় কমিটির নারী সদস্যদের সেভাবে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যাচ্ছে না। নারী নেতাকর্মীদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

যদিও দলটির নেতারা বলছেন, নারীদের রাজনীতির পাশাপাশি ঘরও সামলাতে হচ্ছে। ফলে ইচ্ছা থাকলেও সবসময় তারা রাজনীতির মাঠে সক্রিয় থাকতে পারছেন না।

বিএনপির কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের অনেক নেত্রীর বক্তব্য, নানা কারণে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন তারা। প্রধান কারণ, দলে অভিজ্ঞ নেত্রীদের অবমূল্যায়ন। দীর্ঘদিন যারা রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন, বিএনপিতে আজ তাদের মূল্যায়ন করা হচ্ছে না।

অন্যদিকে, যারা নতুন তাদের মূল্যায়ন করা হচ্ছে। দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদ। শুধু তা-ই নয়, সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য করা হচ্ছে অপেক্ষাকৃত নতুনদের। যেখানে অভিজ্ঞদের মূল্যায়ন করা হচ্ছে না।

তাদের মতে, ‘বিএনপি এখন স্বামী-স্ত্রীর সংসার’। স্বামী-স্ত্রী মিলে চালাচ্ছে দলটি- এমন অভিযোগ করে তারা আরও বলেন, সংসদীয় এলাকা-কেন্দ্রিক পুরুষ রাজনীতিবিদরা বাইরের নারীদের কোণঠাসা করে রাখছেন। যাতে ঘরের বাইরে অন্য কেউ দলের মনোনয়ন না চাইতে পারেন।

বিএনপির ৫০২ সদস্যবিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটি মিলিয়ে মোট নারী সদস্যের সংখ্যা ৬৭ জন। সেই হিসাবে বিএনপিতে নারী নেতৃত্ব রয়েছে মাত্র ১৩.৩৪ শতাংশ। যদিও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০২১ সালের মধ্যে এই সংখ্যা ৩০ ভাগে উন্নীত করার কথা বলেছিলেন।

দলটির ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া একমাত্র নারী সদস্য সেলিমা রহমান। এছাড়া ভাইস চেয়ারম্যান একজন; সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহ-সম্পাদক মিলিয়ে নারী রয়েছেন ২১ জন। নির্বাহী সদস্য আছেন ৪৩ নারী।

বিএনপি চেয়ারপারসন ও স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়া ও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরী, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিছ জাহান শিরিন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ; মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, উপজাতীয়বিষয়ক সম্পাদক ম্যা ম্যা চিংক; সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, বেবী নাজনিন, ব্যারিস্টার রুমিন ফারহানা; সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, ফরিদা মনি শহিদুল্লাহ; সহ-প্রান্তিক জনশক্তি-বিষয়ক সম্পাদক অপর্ণা রায়, সহ-মহিলাবিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ; সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি; সহ-নার্সেস ও স্বাস্থ্য সহকারীবিষয়ক সম্পাদক জাহানারা বেগম; সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশিফা আশরাফি পাপিয়া; সহ-তাঁতিবিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ; সহ-স্থানীয়বিষয়ক সম্পাদক শাম্মী আখতার; সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলটির ভাইস চেয়ারম্যান রোবেয়া চৌধুরী দীর্ঘদিন অসুস্থ। তাই রাজনীতিতে নিষ্ক্রিয় আছেন। গত ১৪ আগস্ট তাকে কুমিল্লায় গিয়ে দেখে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন- রেজিনা ইসলাম, বিলকিস ইসলাম, সাঈদা রহমান জ্যোৎস্না, রওশন আরা ফরিদ, লাভলী রহমান, কাজী হেনা, খালেদা পান্না, সুলতানা মাহমুদ, শাহিদা আখতার রিতা, নূরজাহান ইয়াসমিন, লায়লা বেগম, রহিমা সিকদার, লিটা বশির, মেহেরুন্নেছা হক, রাজিয়া আলিম, শাহিনা খান, খালেদা ইয়াসমিন, ইয়াসমিন আরা হক, শাহানা আখতার সানু, সাইমুম বেগম, হাসিনা আহমেদ, খালেদা রব্বানী, সাহানা রহমান রানী, চমন আরা, নার্গিস আলী, জিবা খান, নাছিমা আক্তার কল্পনা, সাবেরা সুলতানা, ফিরোজা বুলবুল কলি, রিনা পারভিন, আয়েশা সিদ্দিকা মনি, নুর জাহান মাহমুদ, ফরিদা ইয়াসমিন, অ্যাডভোকেট সিমকি ইসলাম, এলিজা জামান, অ্যাডভোকেট আরিফা জেসমিন, অ্যাডভোকেট মুন্নি, রুখসানা খানম মীতু, রিজিয়া ইসলাম, নিপুণ রায়, রাবেয়া আলী, তাহমিনা খান আওরঙ্গ ও সাবেরা আলাউদ্দিন হেনা।

৮২ সদস্যের উপদেষ্টা কাউন্সিলে আছেন সারোয়ারি রহমান, অধ্যাপক তাজমেরী ইসলাম, সাহিদা রফিক, রোজী কবির, তাহসিনা রুশদির লুনা ও আফরোজা খান রিতা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে