আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা আটক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২২; সময়: ১২:০১ অপরাহ্ণ |
আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা আটক

পদ্মাটাইমস ডেস্ক : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আটককৃতদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে।

শনিবার সকালে তাদের পুনরায় ভাসানচর আশ্রয়ণে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাব আলী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন ভাসানচর আশ্রয়ণের ৮২নং ক্লাস্টারের রফিক উল্যার স্ত্রী মনোয়ারা বেগম (২৫), তার ছেলে কাওছার (১৩ মাস) ও মেয়ে সামিরা (৮)।

পুলিশ জানায়, চট্টগ্রাম যাওয়ার জন্য ভাসানচর হতে দালালের মাধ্যমে পালিয়ে সুবর্ণচরের আখতার মিয়ার হাট সংলগ্ন এলাকায় নূরী মাদ্রাসার পাশে কাঠের পুলের ওপর আসেন রোহিঙ্গারা। এসময় পুল ভেঙে পানিতে পড়ে যাওয়ার শব্দ পেয়ে স্থানীয় জনগণ ঘটনাস্থলে চলে আসেন এবং পরিচয় জানতে চাইলে রোহিঙ্গারা তাদের পরিচয় দিতে পারেননি।

তখন স্থানীয় জনগণ রোহিঙ্গা বুঝতে পেরে স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিনের কাছে নিয়ে যায়। পরে চেয়ারম্যান স্থানীয় ছনখোলা পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে তাদেরকে চরজব্বার থানায় নিয়ে আসা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে