চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশিত: আগস্ট ২০, ২০২২; সময়: ২:০৭ অপরাহ্ণ |
চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে পাশ করেছেন ২ হাজার ২৬৪ জন। শতকরা হিসেবে যা ২৪ দশমিক ৫৫ শতাংশ। আর ফেল করেছেন ৬ হাজার ৯৫৮ জন। শতকরা হিসেবে ৭৪ দশমিক ৫৫ শতাংশ।

শনিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে ফলাফল প্রকাশ করা হয়।

ব্যবসায় অনুষদের অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. হেলাল উদ্দিন নেজামী বলেন, আজ দুপুরে ফলাফল প্রকাশিত হয়। প্রাথমিকভাবে ‘সি’ ইউনিটে পাশের হার ২৪ দশমিক ৫৫ শতাংশ।

ফলাফলে যেন কোনো ত্রুটি না থাকে, সেদিকে আমরা যথেষ্ট খেয়াল রেখেছি। এবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কোনোরকম জালিয়াতি বা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি।

চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন নয় হাজার ২২৩ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩ দশমিক ৪০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৩৭ জন। যা শতকরা হিসেবে ১৭ দশমিক ৬০ শতাংশ।

এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন ভর্তিচ্ছু। এদিকে ১৬ আগস্ট অনুষ্ঠিত এ ইউনিটের ভর্তি পরীক্ষায় দুই শিফটে চূড়ান্ত আবেদনকারী ৫৪ হাজার ১০৬ জনের মধ্যে পরীক্ষা দেন ৩৩ হাজার ১৪৯। মোট উপস্থিতি ৬১ শতাংশ।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে