নৈশ প্রহরীর গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২০, ২০২২; সময়: ২:২৮ অপরাহ্ণ |
নৈশ প্রহরীর গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার

পদ্মাটাইমস ডেস্ক : যশোরের অভয়নগর উপজেলায় এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দুর্গাপুর এলাকায় ভৈরব নদের একটি ঘাটের অফিস থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

ওই নৈশ প্রহরীর নাম মিন্টু তরফদার(৬০)। তিনি উপজেলার নওয়াপাড়া গ্রামের নর্থবেঙ্গল এলাকার মুসা তরফদারের ছেলে। তিনি নওয়াপাড়ার কয়লা আমদানিকারক সরকার গ্রুপের দুর্গাপুর এলাকায় ভৈরব নদের ঘাটের নৈশ প্রহরী ছিল।

সরকার গ্রুপের দুর্গাপুর ঘাটের ব্যবস্থাপক আব্দুর রহিম হোসেন জানান, মিন্টু তরফদার সরকার গ্রুপের দুর্গাপুর এলাকায় ভৈরব নদের ঘাটের নৈশ প্রহরী ছিল। শুক্রবার রাতে তিনি দায়িত্বে ছিলেন।

শনিবার সকাল নয়টার দিকে ঘাটের অফিসের মেঝেতে তাকে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এ সময় তার গলায় গামছা পেঁচানো, ঠোঁটে কাটা দাগ ছিল এবং নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছিল। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে অভয়নগর থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান বলেন, ‘সরকার গ্রুপের অফিস থেকে এক নাইটগার্ডের লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু সন্দেহজনক। তার গলায় দাগ দেখা গেছে।

এছাড়াও তার ঠোঁটে কাটা দাগ ছিল এবং নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছিল’। লাশের ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে