বঙ্গবন্ধু ছিল বাঙ্গালীর প্রেরণার উৎস : এমপি এনামুল হক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২২; সময়: ৮:২১ অপরাহ্ণ |
বঙ্গবন্ধু ছিল বাঙ্গালীর প্রেরণার উৎস : এমপি এনামুল হক

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইউনিয়নের মচমইল ডিগ্রী কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে আমরা আজ স্বাধীন। তিনি স্বাধীনতার মহান স্থপতি। দেশের জন্য সর্বদায় সংগ্রাম করেছেন ছিনিয়ে এনেছেন লাল সবুজের পতাকা। এরপরও তাঁকে ষড়যন্ত্রকারীরা নির্মাম ভাবে হত্যা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। জাতির পিতার আদর্শকে ধারণ করতে হবে। শত চেষ্টা করলেও জাতির পিতার রক্তের ঋণ শোধ করতে পারবে না বাঙ্গালী।

তিনি আরো বলেন, শোককে শক্তিতে পরিনত করতে হবে। দেশ ও দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। আওয়ামী লীগের হাত দিয়েই দেশের উন্নয়ন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে দেশ। দেশের উন্নয়ন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সম্ভব হচ্ছে। মানুষ নিরাপদে আছে। জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। সেই উন্নয়নের পাশাপাশি শান্তিতে থাকতে চাইলে আগামী নির্বাচনে নৌকার বিজয় ধরে রাখতে হবে।

শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আহসান হাবিব, সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, আওয়ামী লীগ নেতা মাস্টার আব্দুল মজিদ, কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, তাঁতি লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক অধ্যাপক ইয়াদ আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মতিনুর রহমান মতিন, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, সদস্য শাহরিয়া আলী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক পলাশ মীর, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে